বগুড়ার সোনাতলা উপজেলায় দুই কৃষকের বাগানের প্রায় দেড় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে পেঁপে গাছগুলো কেটে ফেলায় প্রায় ৩ লাখ টাকা লোকসান হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই কৃষক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে পেঁপে গাছগুলো কেটে ফেলা হয়।
জানা গেছে, সোমবার রাতে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ এলাকার খবিবর রহমানের ছেলে ইয়াছিন আলী ও সেকেন্দার আলীর ছেলে তারাজুল ইসলামের ৬৫ শতক জমিতে লাগানো পেঁপে গাছগুলো জমিতেই কেটে ফেলে দিয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এমন কাণ্ড ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত তারাজুল ইসলাম ও ইয়াছিন আলী জানান, একই গ্রামের কিছু লোকজনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাগানের পেঁপে গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে সোনাতলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, পুলিশ তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/কেএ