গাইবান্ধায় হঠাৎ মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। গরমে হাঁসফাঁস করছে মানুষ।
আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩২ শতাংশ, যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। এতে বেড়ে গেছে হিট স্ট্রোকের আশঙ্কা। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে।
জেলা শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় শহরে লোক সমাগম কম। গরমের কারণে জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। কর্মজীবী মানুষরা অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছেন। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়।
শহরের অটোরিকশাচালক গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার ৫৫ বছর বয়সী রশিদুল ইসলাম বলেন, ‘ছেলে-মেয়ে, মাসহ সংসারের পাঁচজন সদস্য। হামার একলার কামাই দিয়ে সংসার চলে। তাই কড়া রোদের মধ্যও রিকশা নিয়ে বের হইছি। গরমের কারণে শহরত লোকজন নাই, হামার কামাইও নাই।’
শহরের থানাপাড়ার বাসিন্দা আরেক রিকশাচালক সেনা খন্দকার বলেন, ‘গরমে ঠেলায় শহরের লোকজন কম। এজন্য রিকশার ভাড়াও নেই। রিকশা না চালালে খামো কী? হামাক গরম নাগলেও করার কিছু নাই, হামাক কামাই করাই নাগবে।’
ডিবি রোডের হকার্স মার্কেট এলাকার মুদি দোকানি শাহাজাহান বলেন, ‘সকাল থেকে কাস্টমার নাই, গরমের কারণে কেউ বের হচ্ছেন না। দোকানে বেচা-বিক্রিও কম।’
গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুজ্জামান বলেন, এই গরমে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও শ্রমজীবী ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন। রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিকরা বাইরে কাজ করেন বলে তাদের হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। এছাড়া যাদের ওজন বেশি, হৃদরোগ বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের গরম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার বিকেল ৩টায় গাইবান্ধা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আগামী দুইদিন এরকম থাকতে পারে।
তিনি বলেন, দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা সামান্য কম থাকায় কিছুটা স্বস্তি মিলবে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ