৮ নভেম্বর, ২০১৯ ১৯:২৮

মোরেলগঞ্জে ৮২টি সাইক্লোন শেল্টারে আশ্রয় পাবে এক লাখ মানুষ

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে ৮২টি সাইক্লোন শেল্টারে আশ্রয় পাবে এক লাখ মানুষ

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাতে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সে লক্ষে দুর্যোগপ্রবন উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ শুক্রবার বিকেল ৪টায় তার কার্যালয়ে এ বিষয়ে জরুরি সভা করেন। 

উপজেলার সাড়ে ৩ লাখ লোকের নিরাপত্তার জন্য উপজেলা সদরসহ ১৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮২টি সাইক্লোন শেল্টার, ১৮টি মেডিকেল টিম, একটি জরুরি উদ্ধারকারি টিম ও শুকনা খাবার। ৮২টি আশ্রয় কেন্দ্রে প্রায় এক লাখ লোক আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. নসির উদ্দিন।   
 
সভায় সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মেডিকেল অফিসার ডা. লিমা ইয়াসমিন, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ উপজেলার সকল কর্মকর্তা, ইউনয়ন চেয়ারম্যান, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় থানা পুলিশের তরফ থেকে মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর