৮ নভেম্বর, ২০১৯ ১৯:৩৯

ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবেলায় বরগুনায় প্রস্তুতি সভা

বরগুনা প্রতিনিধি

ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবেলায় বরগুনায় প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় 'বুলবুল'র আঘাত মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকালে রক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেডক্রিসেন্ট, সিপিবি, দূর্যোগ ব্যাবস্থা কমিটি, ইউপি চেয়ারম্যান, গনমাধ্যম প্রতিনিধিও সামাজিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। 

সভায় জানানো হয়, প্রতিটি খেয়াপাড়াপাড়ে ইতোমধ্য সতর্কতাসহ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দ্রুত উদ্ধার কাজের জন্য ট্রলার সহজ নৌযান প্রস্তত রাখা হয়েছে। জেলায় ৩ লক্ষাধিক দূর্যোগের কবলিত মানুষের আশ্রয়ে জন্য ৫০৯ সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। 

এছাড়া ব্যাক্তিগত বসত ভবন আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে যাতে তাৎক্ষণিক সরবরাহ করা যায়। সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান জানান, প্রতিটি উপজেলায় চিকিৎসার জন্য একাধিক মেডিকেল টীম প্রস্তুত রাখা হয়েছে। 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর