৮ নভেম্বর, ২০১৯ ১৯:৪৮

ঘূর্ণিঝড় বুলবুল; বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ঘূর্ণিঝড় বুলবুল; বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশালে অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

তবে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও বরিশাল-ঢাকা রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের গতিমুখ এখন সুন্দরবনের দিকে। ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঝড়টি। শনিবার বিকালের পর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব অনুভূত হতে পারে। আর খুলনা অঞ্চল দিয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করতে পারে বুলবুল।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর