৮ নভেম্বর, ২০১৯ ২১:৪১

ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে পিরোজপুরে আতঙ্ক

পিরোজপুর প্রতিনিধি :

ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে পিরোজপুরে আতঙ্ক

প্রতীকী ছবি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পিরোজপুরে শুক্রবার বিকের থেকে হয়েছে শুরু দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিকেল হতে মানুষের মনে দেখা দিয়েছে আতঙ্ক। উপকূল এলাকায় সিডরের সময়ও বিকেলের দিকে আজকের মত আবহাওয়া ছিল, এমনটা মনে করে আতঙ্কিত পিরোজপুর জেলার মানুষ।

এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষতির পরিমাণ যাতে কমিয়ে আনা যায় এজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। 

এছাড়া জেলার ২২২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা বলেছেন, ২০০৭ সালেও বিকেল থেকে ঠিক এমই আবহাওয়া হয়েছিল। সেদিন যেমন আবহাওয়া একটি গুমট ভাবে ছিল, আজও তেমন। রাত বাড়লে কি হয় এ আতঙ্কে রয়েছে জেলার উপকূল এলাকার মানুষ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর