৯ নভেম্বর, ২০১৯ ০৮:৩৬

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ, ফেরি চলছে

মাদারীপুর প্রতিনিধি

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ, ফেরি চলছে

ফাইল ছবি

ঘুর্ণিঝড় বুলবুল এর প্রভাবে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকালে কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ঘুর্ণিঝড়ের প্রভাবে পদ্মানদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এ জন্য কর্তৃপক্ষের নির্দেশে শনিবার ভোর থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলছে বলে ফেরিঘাট সূত্র জানিয়েছে।

এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।'

এদিকে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া বলেন, 'ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। পদ্মানদী খুব একটা উত্তাল নয়। ফেরি চলছে।' পরবর্তীতে বন্ধ রাখার নির্দেশ আসলে বন্ধ করা হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর