৯ নভেম্বর, ২০১৯ ১০:৩৪

যে দিক দিয়ে স্থলে উঠে আসবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

অনলাইন ডেস্ক

যে দিক দিয়ে স্থলে উঠে আসবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

ফাইল ছবি

বাংলাদেশের উপকূলের দিকে এগুতে থাকা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এরই মধ্যে প্রবল আকার ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বর্তমানে এটি বাংলাদেশ উপকূলীয় অঞ্চল থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে।

যেদিক দিয়ে স্থলে উঠে আসবে ‘বুলবুল’

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, শনিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। একদিকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, অন্যদিকে বাংলাদেশের খেপুপাড়া। এর মধ্যে দিয়েই বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢুকবে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল।

ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ ভারতের ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এমনকি কলকাতাতেও। জোয়ারের পানির চেয়ে ১-২ মিটার বেশি উঁচুতে পৌঁছতে পারে অশান্ত সমুদ্রের জলোচ্ছ্বাস।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর