সন্ধ্যার পর অন্ধকার হতেই পিরোজপুরের মানুষের মধ্যে বাড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আতঙ্ক। চারদিকে বিরাজ করছে থমথমে অবস্থা। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি নেই বললেই চলে।
এছাড়া জেলায় ২২৮ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত থাকলেও, সেখানে যায়নি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। তবে মঠবাড়িয়া উপজেলার মাঝের চড়ে ও ভান্ডারিয়া উপজেলার চরএলাকার লোকজন স্থানীয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। এসব সাইক্লোন শেল্টারে স্থানীয় প্রশাসন পৌছে দিয়েছে চিড়া, গুড় , মুড়িসহ অন্যান্য শুকনো খাবার।
এছাড়া সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে জেলার সর্বত্র। পাশাপাশি নদীগুলোতে পানির পরিমাণও অনেকটা বৃদ্ধি পেয়েছে।এদিকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা করা সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের অবহিত করেন জেলা প্রশাসক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন