ঘূর্ণিঝড় 'বুলবুল' এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শনিবার সকাল থেকেই উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে এক ধরণের গুমোট আবহাওয়া বিরাজ করছে। শহরসহ প্রত্যন্ত এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছে।
এদিকে রাবনাবাদ নদীর জোয়ারের পানিতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিপাড়া, চাড়িপাড়া, নয়াকাটা, চৌধুরীপাড়া, নাওয়াপাড়া, ছোট পাঁচ নং, বড় পাঁচ নং ও মুন্সীপাড়া গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের ৪৭/৫ নং বন্যা নিয়ন্ত্রন বাঁধে ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান জানান, এ উপজেলায় দুর্গত মানুষজনকে আশ্রয় দিতে ১৫৩টি আশ্রয়কেন্দ্র আগেই প্রস্তুত রাখা ছিলো। প্রতিটি আশ্রয়কেন্দ্রে ৯০০-১২০০ মানুষ আশ্রয় নিতে পারবে। দুপুর থেকেই ওইসব আশ্রয়কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া প্রতিটি আশ্রয়কেন্দ্র শুকনো খাবার দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন