লক্ষ্মীপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল'র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাত যত বাড়ছে ততই মেঘনা উপকূলীয় এলাকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন।
রামগতি উপজেলার দক্ষিণ বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে কোমলমতি শিশুদের নিয়ে হাজারো নারী-পুরুষ নিরাপদে আশ্রয় নিয়েছেন। কোনো কোনো আশ্রয় কেন্দ্রের নিচ তলায় গবাদি পশুকে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে রাত ১০টা থেকে স্থানীয় প্রশাসন রেড ক্রিসেন্ট কর্মীদের সাথে নিয়ে আশ্রয় নেয়া মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করতে দেখা গেছে।জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, উপকূলীয় এলাকার ১০০ টি আশ্রয় কেন্দ্রে ২৯ হাজার ৭০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এসব মানুষদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান ডিসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার