১০ নভেম্বর, ২০১৯ ০০:৫৬

বাংলাদেশ অতিক্রম করার সময় সাইক্লোনে রূপ নিতে পারে বুলবুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ অতিক্রম করার সময় সাইক্লোনে রূপ নিতে পারে বুলবুল

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ রবিবার সকাল নাগাদ বাংলাদেশ সীমানা অতিক্রম করার সময় সাইক্লোনে রূপান্তরিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বলা হচ্ছে, বাংলাদেশ সীমানা অতিক্রম করার সময় বুলবুলের বাতাসের গতি বেগ থাকবে ৬০ থেকে ৮০ কি.মি.।

রাত ৯টা নাগাদ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের পাশ দিয়ে) অতিক্রম শুরু করে। মধ্যরাতে উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হয়ে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আয়শা খাতুন শনিবার রাত ১১টায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর