১০ নভেম্বর, ২০১৯ ০৬:৫৫

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে রাজধানীতে ঝরছে বৃষ্টি

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে রাজধানীতে ঝরছে বৃষ্টি

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দু'দিন আগে থেকেই রাজধানী ঢাকার আকাশে ছিল মেঘের ঘনঘটা। সময় যতই গড়িয়েছে, উপকূলের দিকে এগিয়েছে বুলবুল। সেই সঙ্গে বেড়েছে বৃষ্টির মাত্রা। কখনও ইলশে গুঁড়ি, কখনও মাঝারি। সঙ্গে মৃদু ঝড়ো হাওয়া। এই ছিল শনিবার সারাদিনের ও রবিবার এ খবর লেখা পর্যন্ত রাজধানীর চিত্র।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে রাজধানীর আকাশ শনিবার সারাদিনই ছিল মেঘাচ্ছন্ন, আর সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার সকাল ১১টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকে দিনভর। তারপর থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে রাত থেকে রবিবার সকাল পর্যন্ত। এদিকে, ক্রমেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড় 'বুলবুল' পুরোপুরি প্রবেশ করেছে বাংলাদেশে। পরিস্থিতি স্বাভাবিক হতে দুই দিনের মত সময় লেগে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর