ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুরের নাজিরপুরের মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে ননী গোপাল মন্ডল নামে একজন গাছ চাপা পড়ে মারা গেছেন। এছাড়া একই উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে সুমী ও নাসির নামে দুই শিশু গাছের চাপায় গুরুতর আহত হয়।
অন্যদিকে ঘূর্ণিঝড়ের বুলবুলের কারণে পানি বেড়ে যাওয়ায় পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় গাছ উপরে পড়াসহ কয়েক শত ঘর ভেঙে গেছে। এছাড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। মঠবাড়িয়া মাঝের চড়ে গাছ উপড়ে পড়ে বেশ কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে। ইন্দুরকানী উপজেলা সাইদখালী এলাকায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মঠবাড়িয়ার খেতাচিড়া বেরিবাঁধ, ইন্দুরকানীর খোলপটুয়া ও টগড়া এলাকার বেরিবাঁধ ভেঙে আশেপাশের গ্রামগুলোতে কঁচা নদীর পানি ঢুকছে। ভোর থেকে এখন পর্যন্ত বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ।
এদিকে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জরুরি সেবার জন্য ১৬৯ টি মেডিকেল টিম ও ১৯০০ স্বেচ্ছাসেবক কাজ করছে। তাছাড়া ফায়ার সার্ভিস রেসকিউ টিম ও জেলা পুলিশ গাছ অপসারণের কাজ করছে।বিডি প্রতিদিন/এ মজুমদার