১১ মার্চ, ২০১৯ ১২:১৫

ছাত্রলীগের বিরুদ্ধে ভিপি প্রার্থী নুরুকে পেটানোর অভিযোগ

মারধর করা হয়নি, ঘুম না হওয়ায় পরিশ্রমের কারণে এমনটা হয়েছে: ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের বিরুদ্ধে ভিপি প্রার্থী নুরুকে পেটানোর অভিযোগ

ডাকসু নির্বাচেন ভিপি প্রার্থী নুরুল হক নুরু ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার ও লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

জানা যায়, দুপুরে ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও জিএস প্রার্থী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তাদের নেতাকর্মীদের নিয়ে রোকেয়া হলে যান। এসময় কোটা আন্দোলনের অন্যতম নেতা ও ভিপি প্রার্থী নুরুল হক নুরুও সেখানে যান। এরপরই ছাত্রলীগের ছেলে ও মেয়ে কর্মীরা তার উপর হামলা চালায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে নুরুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন। তিনি বলেন, ''তাকে কোনো মারধর করা হয়নি। আমি ল্যাবএইড হাসপাতালে গিয়ে নুরুকে দেখে এসেছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ডাক্তার বলেছেন, ঘুম না হওয়ায় পরিশ্রমের কারণে এমনটা হয়েছে। আমরা (ডাক্তার) তাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে স্যালাইন দিয়েছি।''

বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৯/হিমেল/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর