১১ মার্চ, ২০১৯ ১৬:২৯

মিথ্যা অভিযোগ নিয়ে বাম-কোটারা 'প্যানিক' সৃষ্টির চেষ্টা করেছিল: জিএস প্রার্থী রাব্বানী

অনলাইন ডেস্ক

মিথ্যা অভিযোগ নিয়ে বাম-কোটারা 'প্যানিক' সৃষ্টির চেষ্টা করেছিল: জিএস প্রার্থী রাব্বানী

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাম-কোটারা এক হয়ে প্যানিক সৃষ্টির চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের জিএস প্রার্থী গোলাম রাব্বানী। সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

একইসঙ্গে ভিপি প্রার্থী কোটা সংস্কর আন্দোলনের নেতা নুরুল হক নূরের ওপর ছাত্রলীগের হামলাকে নাটক বলে উড়িয়ে দিয়েছেন গোলাম রাব্বানী। তিনি বলেন, রোকেয়া হলের ভিতরে গিয়ে বাক্স খুলে যখন কিছুই পায় নাই। তখন তাকে (নুরু) বলা হলো, বাইরে গিয়ে বলতে হবে “আমি কিছু পাই নাই।” কিন্তু সে এমন একটা অভিনয় করল, সবাইকে বিভ্রান্ত করল।

এর আগে, রোকেয়া হলে অনিয়নের প্রতিবাদ করায় নির্বাচনে ভিপি প্রার্থী নুরুল হক নুরু ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার ও লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর