ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে ভোট চোর বলে ধাওয়া দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা।
সোমবার দুপুরে রোকেয়া হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মাহফুজুর রহমানকে ধাওয়া দিতে দিতে কলাভবনের সামনে অপরাজেয় বাংলা পর্যন্ত নিয়ে যান শিক্ষার্থীরা।
এর আগে, অনিয়মের অভিযোগে রোকেয়া হলে ডাকসু নির্বাচনের ভোট স্থগিত হওয়ার পর সেখানে যান এস এম মাহফুজুর রহমান। এ সময় নির্বাচন বর্জনকারী প্রার্থী ও সমর্থকেরা উপাচার্যের বাসভবনের সামনে যাচ্ছিলেন। তখন অধ্যাপক মাহফুজুর রহমানকে ধাওয়া করেন প্রার্থী ও সমর্থকেরা। এ ঘটনার পর তাকে সেখান থেকে অন্য সহকর্মীরা রেজিস্ট্রার ভবনে নিয়ে যান।প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৯/মাহবুব