দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি পদে পরাজিত হওয়া রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসিতে গিয়ে ভিপি নুরুল হক নুরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগ সভাপতি। এরপর ছাত্রলীগের পক্ষ থেকে নুরকে অভিনন্দন জানিয়ে নতুন ভিপির সঙ্গে কোলাকুলি করেন শোভন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদেরকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয় পান কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। আর জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস হন সাদ্দাম হোসেন।ফলাফল ঘোষণার পর রাত থেকেই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে ছাত্রলীগ। এরপর সকালে এ ফলাফল বাতিলের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৯/মাহবুব