১২ মার্চ, ২০১৯ ১৮:২৫

ডাকসু নির্বাচনের ফল বাতিল করে আবারও ভোটের দাবি ভিপি নুরের

অনলাইন ডেস্ক

ডাকসু নির্বাচনের ফল বাতিল করে আবারও ভোটের দাবি ভিপি নুরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে আবারও ভোটের দাবি জানিয়েছেন সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। 

এর আগে, মঙ্গলবার বিকালে টিএসসিতে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভিপি নুরের সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানান। পরে নুর ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ বিষয়ে তিনি বলেন, আমার ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছিল। যেহেতু ছাত্রলীগ সভাপতি তার সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন। তাই সেই কর্মসূচি প্রত্যাহার করা হলো। 

এ সময় সাংবাদিকরা তার আগের পুনর্নির্বাচনের দাবির বিষয়ে প্রশ্ন করলে ভিপি নুর বলেন, বিভিন্ন ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে আসছে। আমরাও তাদের দাবির সঙ্গে সঙ্গতি রেখে পুনর্নির্বাচনের দাবি জানায়।

এ বিষয়ে সন্ধ্যায় আবারও সাংবাদিকদের মুখোমুখি হন নুরুল হক। এ সময় তিনি আবারও ফল পুনর্নির্বাচনের দাবি জানান। তবে একই সঙ্গে শপথ নেবেন বলেও জানান। 

বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর