শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

সড়ক দ্বীপের ছেলেটি

আশিক মুস্তাফা

একটা ছেলে একলা একা থাকতো বসে সড়ক দ্বীপে মুখ ছিলো তার গোমড়া হঠাৎ করেই সেই ছেলেটা হারিয়ে গেলো, কই গেলো সে খোঁজ পেয়েছো তোমরা? পিপ পিপ পিপ গাড়ির হর্নে কখনওবা কাকের ডাকে ভেঙ্গে যেতো সেই ছেলেটার ঘুম তার ছিলো না টুথপেস্ট ব্রাশ শ্যাম্পু সাবান শীতের রাতেও সে পেতো না মায়ের গায়ের উম! ক্লাসের পথে রোজ দেখেছি সড়ক দ্বীপে তাকে ক'দিন ধরেই হারিয়ে গেলো সেই কথাটা বলবো এখন কাকে? শহর জুড়ে এত্তো মানুষ পত্রিকা আর ম্যাগাজিনে কত্তো আলোকচিত্র খুঁজছি আমি সেই ছেলেকে যার বসবাস সড়কদ্বীপে, আবর্জনার মাঝেও যার মন ছিলো পবিত্র।

সর্বশেষ খবর