শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

মাঠ

আরিফ নজরুল

ঘর থেকে পা বাড়িয়ে দিলে উঠোন আমার মাঠ দূর্বাবাড়ি সবুজ মাঠে ফড়িং ওড়ার পাঠ। মাঠ কি এমন কিশোরবেলা দুরন্ত শৈশব জ্যোৎস্না রাতে ঘাসের মাদুর জোনাকী উৎসব। সেই সে বিকেল আমরা তখন ফুলটি হয়ে ফুটি দূর আকাশে নীলের মাঠে তারায় তারায় জুটি। ছুটতে থাকি ফুটতে থাকি মাঠ পেলে তো ছুটি প্রজাপতির ডানায় ডানায় স্বপ্ন হয়ে উঠি।

সর্বশেষ খবর