শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

পাখির প্রতি ভালোবাসা

বেণীমাধব সরকার

ভালোবাসি ময়না পাখি

গায় সে মধুর গান

গানের সুরে আমার প্রাণের

সুতায় পড়ে টান।

ভালোবাসি সবুজ টিয়া

সবুজ ডানা তার

ঠোঁট দুখানা বাঁকা হলেও

দেখতে চমৎকার!

ভালোবাসি ঘুঘুর ছানা

ঘুগঘুরু ঘু ডাকে

লাউয়ের মাচায় ছোট্ট বাসায়

মায়ের সাথে থাকে।

ভালোবাসি দোয়েলটাকে

দেখতে আহা বেশ!

ওর মাঝেতে পাই যে খুঁজে

আমার বাংলাদেশ।

ভালোবাসি পায়রাগুলো

বাকুম বাকুম করে

জোড়ায় জোড়ায় নাচতে থাকে

ঘরের চালার পরে।

ভালোবাসি কোকিল পাখি

সুরের শিরোমণি

কণ্ঠেতে যার বসন্তেরই

মধুর আগমনী।

ভালোবাসি কিচির মিচির

চড়ুই পাখির ডাক

সন্ধ্যাকাশের সারি সারি

সাদা বকের ঝাঁক।

ভালোবাসি খঞ্জনাদের

নদীর চরে নাচে

ভালোবাসি আমার দেশের

যত্ত পাখি আছে।

সর্বশেষ খবর