শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

শরৎ এলে মনে পড়ে

পৃথ্বিশ চক্রবত্র্তী

শরৎ এলে ডানা মেলে

মেঘের ভেলা উড়ে

কাশের বনে

আপন মনে

বেড়াই যেন ঘুরে।

 

শরৎ ভোরে

ডালা ভরে

শিউলি এনে রোজ

দিত যেন

কারা কেন

করতে থাকি খোঁজ।

 

মন চলে যায়

কিশোর বেলায়

দুর্গাপুজোর দিনে।

মেলায় যেতাম

মজা পেতাম

খেলনা আনতাম কিনে।

 

 

সর্বশেষ খবর