শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

গরিবের ঈদ নাই

মনোয়ার হাছান

নিদ নাই ঈদ নাই

গরিবের কান্না

ঈদের দিনও হয় না

কোরমা পোলাও রান্না

ঈদ এলে গরিবের

বেড়ে যায় জ্বালা

পাহাড় সমান হয়

বায়নার পালা

নিত্যপণ্যের বাজারে

নিত্য জ্বলে আগুন

ঈদের বাজার আরও গরম

সব দাম দ্বিগুণ

ঈদের একটি দিন

চাওয়া কত শত

কিন্তু ভাই গরিবের

আয় সীমিত।

চাওয়াগুলো চাওয়া রয়

হয় না পূরণ।

না পাওয়ার গল্পে

অসহায় এ জীবন।

সর্বশেষ খবর