শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

শীতের বুড়ি

চিত্তরঞ্জন সাহা

কাঁপছে মানুষ থরে থরে

আসল শীতের বুড়ি।

হিম কুয়াশায় আকাশ ঢেকে

খেলে লুকোচুরি।

সকাল থেকে সূর্যমামার

লুকিয়ে রাখ বুঝি,

হতাশ হয়ে আমরা তখন

কত্তো তাকে খুঁজি।

কষ্ট দিতে তাই তো তুমি

বছর বছর আস,

হরেক রকম পিঠা-পুলি

তাইতো ভালোবাস।

আসলে তুমি কষ্ট বাড়ে

বলি কেমন করে।

দুঃখ নিয়ে চুপিচুপি

লুকায় ঘরের কোণে।

সর্বশেষ খবর