শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

হেমন্ত সংলাপ

আ শ ম বাবর আলী

হেমন্তকে বলে ডেকে

পুষ্ট ধানের শিষ-

তোর জন্যই অপেক্ষাতে

ছিলাম অহর্নিশ।

এখনরে তুই এসেছিস তাই

লুকিয়ে কী আর থাকি?

কৃষক মনে খুশি দিতে

এখন আমি পাকি।'

হেমন্ত কয়- 'মিথ্যে তো নয়

এলাম তোরই তরে,

জলদি পেকে নবান্নোৎসব

আনরে ঘরে ঘরে।'

হেমন্তেরই কথা শুনে

উঠছে যে ধান পেকে,

খুশি হলো কৃষকের মন

ক্ষেতের ফসল দেখে।

সর্বশেষ খবর