শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

গরু

আলী হাবিব

আমার মামার শখের গরু

বেজায় চিকনা এবং সরু

সোজা বাংলাতে লিকলিকে

গরুর রংটা খানিক ফিকে।

গরুর শিং আছে ঠিক দুটো

তারই একটাতে ভাই ফুটো

আবার অন্যখানা চোখা

গরু স্বভাবে একরোখা।

কেউই ঘেঁষে না তার কাছে

যদি গুঁতিয়ে দেয় পাছে

থাকে সবাই দূরে সরে

গরু গোয়ালে একঘরে!

মামা কিনল গরু কবে

কেউই জানি না ঠিক, তবে

সেটা মামার শখের গরু

বেজায় চিকনা এবং সরু।

তাকে জাবনা খাওয়ান মামা

রোজই বিকেলে এক ধামা

তাতে মেশান গমের ভূষি

গরু জাবনা খেয়ে খুশি।

গরুর ভীষণ রকম তেজ

গরুটা সুখে নাড়ায় লেজ

কখনো যায় না তো সে মাঠে

কেবল শুয়ে জাবর কাটে।

সর্বশেষ খবর