শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

হেমন্ত এলে

সুফিয়ান আহমদ চৌধুরী

হেমন্ত এলে মধুর গানে

জুড়ায় সবার প্রাণ,

সোনালী রোদের ঝিলিমিলি

হরেক ফুলের ঘ্রাণ।

সবুজ ঘাসে ফড়িং নাচে

প্রজাপতি উড়ে।

হাওয়ায় দুলে গাছের পাতা

চোখটা যে যায় জুড়ে।

লাল টুকটুক সূর্য হাসে

পদ্মদীঘির জলে,

রাঙা বধূ কলসী কাঁখে

লাজুক মুখে চলে।

হেমন্ত এলে রঙিন ছবি

সবুজ দেশে ভাসে,

আনন্দে তাই খোকা-খুকু

খিলখিলিয়ে হাসে।

সর্বশেষ খবর