শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

ফাগুন বেলা

পৃথ্বিশ চক্রবর্ত্তী

সবুজ পাতার পোশাক পরে বসন্ত যেই এল

হাঁড় কাঁপানো শীতের বুড়ি কই যেন কই গেল

শ্যামল-শিল্পী ভীষণ খুশি শীতের বুড়ি যাওয়ায়

কারণ তারা ভাসতে পারে দখিনা ওই হাওয়ায়।

সূর্য মামা উঠল হেসে নীল আকাশের গায়

পাতার ফাঁকে ফিঙে, চড়াই কিচির মিচির গায়।

বিকেল বেলায় শিমুল তলায় আহা কী যে সুখ

পলাশ ফোটে দূর করেছে মনের যত দুখ।

দিনের বেলায় বটের তলায় রাখাল বাজায় বাঁশি

রাতের বেলায় চাঁদ-তারাদের মুখে থাকে হাসি।

ভালো-লাগে সকাল-দুপুর হাটে-মাঠে-ঘাটে

শ্যামল-শিল্পীর এমন করে ফাগুন বেলা কাটে।

 

সর্বশেষ খবর