শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

কিপ্টে বুড়ো কাকা

মানজুর মুহাম্মদ

রাস্তাগুলো ফাঁকা,

ঘুরছে না তো চাকা।

বিয়ের দিনে দর-দর-দর

ঘামছে শুধু কাকা।

বৌ আনতে কেমনে যাবে

দূর শহরে-ঢাকা।

বিয়ের তারিখ পাকা,

গভীর শোকে পাথর হলো

হাড্ডিসার ওই কাকা।

বল্ল সবাই থাকতে সময়

ঝাঁকা তাকে ঝাঁকা,

ঝাঁকার পরও জীর্ণ শরীর

হলো না তো বাঁকা।

হরতালে সব ফাঁকা,

ঘুরছে না তো চাকা।

ষাট বছরে রইল কুমার

কিপ্টে বুড়ো কাকা।

সর্বশেষ খবর