শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কার্তিক মাস

এইচ এস সরোয়ারদী

কার্তিক মাসে শিশিরগুলো

হাসে পথের বাঁকে,

সকাল হওয়ার আগেই মা

ভাঁপা খেতে ডাকে।

কার্তিক মাসে দুপুর বেলা

স্কুল হলে ছুটি,

ক্ষেতের কোনায় পানি সেচে

ধরি টেংরা পুঁটি।

সবুজ মাঠে সোনার ধান

খিলখিলিয়ে হাসে,

কার্তিক মাস আমার গায়ে

নতুন রূপে আসে।

সর্বশেষ খবর