শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

যুদ্ধে গেছে মায়ের খোকা

উৎপল কান্তি বড়ুয়া

শীর্ণ শরীর দুধ সাদা চুল বয়েস কুড়ি চার

কেউ জানে না কোথায় খোকা হারিয়ে গেছে তার।

কাঁপা গলায় কয়- টকাটক্ লাঠিতে ভর দিয়ে

আমার খোকা রাগ করেছে যা ডেকে আন গিয়ে।

তার জন্যে কষ্ট বুকে বুঝবে খোকা কে তা

বুঝবে কে সে এই দুনিয়ায় মায়ের মনের ব্যথা।

আসবি ফিরে কথা দিয়ে বানিয়ে আমায় বোকা

সেই যে গেলি রাত অাঁধারে ফিরলি না তুই খোকা।

ঝাপ্সা চোখে অশ্রু শুকায় কেমন করে মন

তোর জন্যে আজো বেঁচে আছি মানিক ধন।

কয় মা- আজো বাছারে রোজ পথ চেয়ে তোর থাকি

যুদ্ধে গেছে খোকা, মায়ের চোখকে দিয়ে ফাঁকি।

সর্বশেষ খবর