শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

কিছু নেই কিছু নেই

মিজানুর রহমান মিথুন

নৌকার ঘাট নেই

খোলা খোলা মাঠ নেই

পাট নেই কিষাণের ও মাঠে

কিছু নেই কিছু নেই গঞ্জের এ হাটে।

নৌকার সারি নেই

ছনে ছাওয়া বাড়ি নেই

ঢেঁকি নেই;

নেই আরো গোলাভরা ধান, চাল

এরই মাঝে কেটে যায় আমাদের দিনকাল।

পালকিতে সোনা বউ এখন আর ওঠে না

হেইয়ো হেইয়ো গানে বেয়াররা ছোটে না।

এই সব ভেবে ভেবে মন বসে না পাঠে

কিছু নেই কিছু নেই গঞ্জের এ হাটে।

সর্বশেষ খবর