শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

স্বাধীনতা স্বপ্ন

শাহাদাত সাহেদ

মার্চ এলে ফের মনে পড়ে

বিদেহী সব আত্দাকে,

জীবন দিল-রেখে গেল

কেমন কি সব বার্তাকে?

অনেক অনেক স্বপ্ন ছিল

তাঁদের সবার মাথায়

এসব কথার বর্ণনা পাই

ইতিহাসের পাতায়।

আজো তাঁদের স্বপ্নগুলো

সদূর পরাহত,

গরীব দুখী মানুষ আজো

কাঁদে শত শত।

খুন খারাবি ঘুষের দাবির

বৈধতা দেয় নেতা,

প্রশ্ন জাগে- কতটুকু

আমরা স্বাধীনচেতা।

সর্বশেষ খবর