শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

রবীন্দ্রনাথ

উৎপলকান্তি বড়ুয়া

চাঁদের আলোর বাঁধ ভেঙ্গে দেয়

অমল ধবল রাত,

জুঁই-রজনীগন্ধা হাতে-

কে? রবীন্দ্রনাথ।

ভোরের নরম মিষ্টি বাতাস

যায় বুলিয়ে হাত,

আশিষ-ফুলের ঝাঁকা হাতে-

কে? রবীন্দ্রনাথ।

সোনার হরিণ চাইগো আমার

বুঝিনা পাঁচ-সাত,

অসীম সুখে হাস্য মুখে-

কে? রবীন্দ্রনাথ।

শ্যামল সুন্দর-ঝরাও

সুরের বৃষ্টিপাত,

ছন্দ মিলন বাঁশি হাতে-

কে? রবীন্দ্রনাথ।

বসন্ত দোর খুলে আনে

মিলনের প্রভাত,

হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন-

কে? রবীন্দ্রনাথ।

সর্বশেষ খবর