শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

মা মণির ছড়া

এমরান চৌধুরী

১.

মা ছাড়া ঘর আর কিছু না

আস্ত মরু সাহারা

তারচে ভালো কয়েদখানা

সান্ত্রী সেপাইর পাহারা।

 

পড়তে পলক কষ্ট ভুলি

নাচে সুখে বুকখানা

ঘরে ফিরে যখন দেখি

আমার মায়ের মুখখানা।

২.

মায়ের হাসি মিষ্টি হাসি

সে হাসিরই ঝলকে

দুঃখ ভুলে খোকার মুখে

ফুটবে হাসি পলকে।

 

একটু খানি মায়ের ছোঁয়া

দূর করে সব কষ্ট

মায়ের অাঁচল পরশমণি

তা বোঝা যায় স্পষ্ট।

 

সর্বশেষ খবর