শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

মায়ের মুখের হাসি

মুজাহিদুল হক

আজ আকাশে ঝিকমিকিয়ে

জ্বলছে হাজার তারা

পাহাড়ে ভেঙে ঝরনা হয়ে

বইছে জলের ধারা।

রাতের পাখি দল বেঁধে যায়

কোন অজানায় উড়ে

ধুসর ধূলো জোসনা-ধোয়া

নীল মায়াবী দূরে।

জোনাক পোকা ছড়ায় আলো

চাঁদটা যেন থালা

হেথায়-হোথায় ঝিঁঝির ডাকে

কানটা ঝালাপালা।

শণ-ছাওয়া ঘর সেথায় বসে

ডাকছে আমার মা

আজ যেন চুপ উদাস বাউল

কোমল সবুজ গাঁ।

কোন অাঁধারে মধুর সুরে

রাখাল বাজায় বাঁশি

প্রাণটা আমার শীতল করে

মায়ের মুখের হাসি।

সর্বশেষ খবর