শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

ডাক দিয়ে যায়

সুফিয়ান আহমদ চৌধুরী

ফুল বাগানে ফুলের মেলা

হরেক রকম ফুল

শহীদ মিনার যাবে সবাই

হবে নাতো মোটে ভুল।

চোখটা খুলে তাকিয়ে থাকে

মুখটা মলিন বুঝি,

আগুন জ্বলে বুকটাতে

শান্তিটা সবাই খুঁজি।

ফাগুন দিনে ভাষার গানে

শহীদ মিনার টানে

শোকের গান মুখে ধরে

মিছিলে শোকের গানে।

মাতৃভাষা বাংলা ভাষার

বিশ্ব বুকে জয় জয়

প্রাণ খুলে বাঙালিরা

বাংলায়ই কথা কয়।

ফাগুন দিনে ডাক দিয়ে যায়

সবুজ শোভা প্রাণে,

রক্তজবা কৃষ্ণচূড়ার ফুলে

ব্যাকুল মন ঘ্রাণে।

সর্বশেষ খবর