শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

খবরদার! হাসবে না

গোপাল একদিন পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেল। বন্ধুটি গোপালকে পেয়ে খুব খাতির করল। আহারাদির পর দুই বন্ধুতে গল্প করতে বসল।

গোপাল : তোমার কটি ছেলেপুলে ভাই?

বন্ধু : ভগবানের দয়ায় পাঁচটি। বড় ছেলের নাম রাঙ্গা আলু, মেজ ছেলের নাম করলা, সেজ ছেলের নাম বেগুন, ন ছেলের নাম কাচকলা। আর ছোটো ছেলের নাম আলু।

গোপাল : একটু ভুল করলে ভাই।

বন্ধু : কি ভুল হয়েছে ভাই?

গোপাল : সব নামগুলোই যখন মিলেছে, তখন ছোট ছেলের সুক্তো রাখলেই ভালো হত।

সংগ্রহ : আফতাব চৌধুরী, উপশহর সিলেট।

 

সর্বশেষ খবর