শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শৈশব স্মৃতি

আমিনুল ইসলাম বাবু

ছোট বেলার অনেক স্মৃতি

পড়ে যখন মনে

উদাস হয়ে হারিয়ে যাই

কোন সে গহীন কোণে?

ডাংগুলি আর কানামাছি

কত রকম খেলা,

বন বাদাড়ে ঘুরে ফিরে

কাটিয়ে দিতাম বেলা।

ডুব সাতারে পুকুর জলে

কাটতো কতো বেলা,

শাপলা শালুক তুলে এনে

করতাম কতো খেলা।

 

সাঁঝের বেলা উঠোনেতে

বিছিয়ে শীতল পাটি,

দাদীর মুখের গল্প শুনে

হেসে লুটোপুটি।

 

সোনালী সেই দিনগুলো

আর পাবো না ফিরে,

মনের ভিতর স্মৃতিগুলো

বলছে বারে বারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর