শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফুলের ছড়া

শাহজাহান আবদালী

ফুলের ছড়া

গোলাপ হাসে পাপড়ি মেলে

কী বাহারি ফুল সে,

হলুদ বরণ মিষ্টি গাঁদা

সাজায় খুকুর চুল যে।

 

নীল বরণের নীলমণিটা

ফুটলে হাসে বনটা

সূর্যমুখী ছড়িয়ে হাসি

নেয় যে কেড়ে মনটা।

 

মন কেড়ে নেয় কৃষ্ণচ‚ড়া

স্বর্ণচাঁপা দোপাটি

জবা ফুলে সাজায় খুকু

মা-মণিটার খোঁপাটি।

 

বেলি ফুলের মিষ্টি সুবাস

যায় বাতাসে ছড়িয়ে

কাঁঠালচাঁপা মলি­কারা

মনটাকে দেয় ভরিয়ে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর