শিরোনাম
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চালতার ফুল

হাসনাত আমজাদ

চালতার ফুল

দেখেছো কি? চিনে নিতে করোনাকো ভুল।

রং সাদা সাদা

মাঝখানে কারুকাজ, দেখে লাগে ধাঁধা।

 

গড়নের দিক থেকে অতি রাজসিক

বৃষ্টির ফোঁটা পড়ে করে চিক চিক।

ঝকঝকে ফুল দেখে মনে হয় কাচ

পাপড়ির সংখ্যাটা সব মিলে পাঁচ।

চারপাশে ঘন পাতা, ফাঁকে দেয় উঁকি

মন বলে ছিঁড়ে নিয়ে গন্ধটা শুঁকি।

চালতার ফুল শুধু বর্ষাতে ফোটে

ফুটলেই সাথে সাথে মৌমাছি জোটে।

 

বেশ বড়সড়

এই ফুলে দোল খায় মাঝে মাঝে ঝড়ও।

সেই দোলা দেখে তুমি থাকবে কি চুপ?

বাংলার গ্রাম আহা কি যে অপরূপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর