শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পাল্কি চড়ে

সোহেল রানা

পাল্কি চড়ে

শিশিরের ঐ পাল্কি চড়ে

হেমন্তকাল এলো রে

কৃষাণ এবং কৃষাণিরা

নতুন ধান পেলো রে।

শিশির ভেজা সবুজ ঘাসে

কলসি কাঁকে মেয়ের দল

নানান রঙের পদ্ম ফুলে

ভরে থাকে দীঘির জল।

গন্ধরাজের গন্ধ ভাসে

শিশির ঝরা নিশিতে

মনটা আমার যায় ছুটে তো

ফুলের সাথে মিশিতে।

পূজো এবং পার্বণেতে

উৎসবেতে মাতে সব

হেমন্ততে পড়ে চোখে

নবান্নেরই কলোরব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর