শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমার লেখা

ফারুক নওয়াজ

অর্ধশত বছর হলো লিখতে লিখতে শেষ...

কি লেখেছি কেউ না জানুক; জানে আমার দেশ।

 

ভাষার একুশ, সবুজ পাতা, স্বাধীনতার লাল...

উজান-ভাটা, হাওয়ায় ওড়া নায়ের রঙিন পাল...

মায়ের ব্যথা, ভায়ের স্মৃতি, বোনের মায়ামুখ...

লাটাই-ঘুড়ি, কিশোরবেলা, যুদ্ধজয়ের সুখ...

আবেগমাখা নিঃসর্গ আর শিশিরভেজা মাঠ...

এসব নিয়েই আমার লেখা-সহজ-সরল পাঠ।

 

বেতস-ঝোপের ডাহুক চেনে আমার গানের সুর...

জানে আমার প্রাণের ভাষা ঝরনা, সমুদ্দুর...

দুপুরবেলার উপুড় হওয়া সূর্য জানে সব-

সাঁঝের ঝিঁঝিঁ জানে আমার সৃষ্টি-কলরব।

আলোর পাখি নীলজোনাকি, ভোরের সবুজ ঘাস

জানে আমার মনের ভাষা লেখার ইতিহাস।

 

মউলবনের জোছনা জানে, জানে পারুল ফুল-

দখিন হাওয়া জানে আমার বুকের হুলুস্থূল!

ইমলিপাতার ইলিকঝিলিক, ভুরুই পাখির ঝাঁক...

টাপুর-টুপুর মেঘের নূপুর, তাতানো বৈশাখ...

পলাশফোটা ফাগুনবেলা, শাপলাফোটা ঝিল-

জানে আমার হƒদয়কথন, ছন্দ-অন্ত্যমিল

 

কি লিখেছি কেউ না জানুক, জানে আমার দেশ;

দেশকে নিয়ে আজো আমার হয়নি লেখা শেষ।

দেশের মাটি, বনবনানি, পাহাড়, নদীর ঢেউ...

এরাই বুঝুক আমার লেখা; নাইবা বুঝুক কেউ!

সর্বশেষ খবর