শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শীত নেমেছে

শিউল মনজুর

শীত নেমেছ টিনের চালে

মাছের জালে তরীর পালে,

শীত নেমেছ ক্ষেতের আলে

নদীর পাড়ে মাঠের খালে।

 

শীত নেমেছে ধানের ছড়ায়

বুড়ো দাদুর গল্প পড়ায়,

শীত নেমেছে দূরের গাঁয়

ঘুড়ি উড়ে মিষ্টি হাওয়ায়।

 

শীত নেমেছ ঘাসের বনে

শিশির দোলে আপন মনে,

শীত নেমেছ দুখিজনে

পথের শিশু বিপদ গুণে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর