শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইন্তুর বিদ্যে

রহীম শাহ

ইন্তুর বিদ্যে

আমাদের এ পাড়ার ইন্তু

খুব ভালো ছেলে আহা! কিন্তুঃ

ব্রেনে তার রয়েছে যে কী মিশে

বই পেলে গিলে খায় নিমিষে।

 

দাদু নাকি একদিন বলেছেঃ

‘কীভাবে তোমার দিন চলেছে?

যত বেশি বই তুমি গিলবে

বিদ্যেটা তত বেশি মিলবে।’

 

জ্ঞানী-গুণী হবে এই জন্যে

ইন্তুর মন আজ হন্যে,

তাই বই গিলে এই বিচ্ছু

বাকি-টাকি রাখে না কিচ্ছু।

 

মাঝরাতে আলোটারে নিভিয়ে

ছিঁড়ে ছিঁড়ে বই খায় চিবিয়ে,

ইংরেজি-ইতিহাস গ্রন্থ

রাখে না তো কোনো আদি-অন্ত।

 

খেয়ে-টেয়ে দেখে শেষে ইন্তু

জ্ঞানী-গুণী হয়নি সে, কিন্তুঃ

পেট হল একেবারে ডিমডিম

ইন্তুর মাথা ঘোরে ঝিমঝিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর