শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশের ছবি

সুমন্ত বর্মণ

রং তুলিতে আঁকো দেখি

একটি সোনার গাঁও,

পাশ ঘেঁষে যায় ছোট্ট নদী,

পাল তোলা এক নাও।

নদীর ধারে কাশের বনে

মেঘ-পরীদের রূপ,

মাছ শিকারি পানকৌড়ি

দিচ্ছে জলে ডুব।

একটু দূরে ঘাটের মাঝির

নৌকো বেঁধে রাখা,

তারই পাশে হংস-মিথুন

ঝাপটা মারে পাখা।

 

এই ছবিটি চেনা ছবি

তোমার-আমার বাড়ি,

এই ছবিতে সবুজ রংয়ের

তুমুল ছড়াছড়ি,

এই ছবিটির কোণে কোণে

কত জাদু মাখা!

এই ছবি থাক তোমার-আমার

বক্ষ জুড়ে আঁকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর