শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হেমন্ত

পৃথ্বীশ চক্রবর্ত্তী

হেমন্ত আজ খোকা-খুকির

ঘরে ঘরে

এলো নাকি হালকা শীতের

চাদর পরে।

 

হেমন্ত আজ শিশির ভেজা

দুর্বা-ঘাসে

শিশির তো নয়, লক্ষ-হাজার

মুক্তা হাসে।

 

হেমন্ত আজ মিষ্টি আলোয়

ঝিলিক দানে

ভাবুক মনের কাব্য-ছড়া

গল্প-গানে।

 

হেমন্ত আজ নতুন ধানের

সোনার খেতে

বাড়ি বাড়ি নবান্ন আজ

উঠছে মেতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর