শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আচ্ছা। আচ্ছা

আলম তালুকদার

আচ্ছা। আচ্ছা

আচ্ছা। আচ্ছা

বলো শুনি চাচ্চা

ছড়া লেখায় কী কী লাগে

বলে দাও সাচ্চা।

তবে শোনো বাচ্চা

প্রথমে হাতে নিবে

তিন তোলা লাচ্ছা

কলমের সাথে তারে

ঝাঁকি দিবে আচ্ছা।

প্রয়োজনে ঘুটা দিবে

ঘুটা, ঘুটা, ঘুটা দিবে

ঘুটা শেষে যা যা পাবে

সেটা নিয়ে খাটে যাবে

খাটে গিয়ে শুয়ে শুয়ে

কত হয় দুয়ে দুয়ে?

যোগ করে হয় যদি ‘পাচ্চা’

আচ্ছা, আচ্ছা।

 

ছড়া লেখা নয়কো সোজা

বুঝলো এবার বাচ্চা!

 

শব্দ ঘুটে যখন তুমি

হাতে পাবে লাচ্চা

লাচ্চা দিয়ে শব্দ ধরলে

ছড়া পাবে আচ্ছা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর