শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পিঠা খাওয়ার ধুম

বেণীমাধব সরকার

পৌষ-মাঘের শীতের দিনে

পিঠে খাওয়ার ধুম

খোকাখুকুর দু চোখ হতে

যায় পালিয়ে ঘুম?

 

করতে পিঠা রান্নাঘরে

ব্যস্ত কিষাণ বউ

চারদিকে তার মিষ্টিমধুর

সুগন্ধে মউ মউ?

 

চিতই পিঠা পুলিপিঠা

ভাঁপা পিঠার ঘ্রাণ

ছেলেবুড়ো সকল জনের

আকুল করে প্রাণ!

 

মালপোঁয়া আর পাটিসাপটা

স্বাদে-গন্ধে ভরা

খেঁজুর রসের ফিরনি-পায়েস

বেজায় মিঠাকড়া?

 

খোকাখুকু হল্লা করে

মামার বাড়ি ছোটে

অন্তরেতে খুশির জোয়ার

ফুঁসেই বুঝি ওঠে !

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর